২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
চী ন দে শে র রূ প ক থা

নয় মাথাওয়ালা বাজপাখি

-

(গত দিনের পর)

এই সেই রাখাল ছেলে! রাজকন্যা এগিয়ে যায় রাখাল ছেলেটির কাছে। চোখে চোখ পড়ে। দু’জন দু’জনকে চিনতে এতটুকুও ভুল করে না। রাজকন্যা আরো এগিয়ে যায় রাখাল ছেলেটির কাছে।
রাখাল ছেলেটি নিজের জামার পকেট থেকে রাজকন্যার হাতে এগিয়ে দেয় দুটো জিনিস। একটি হলো ‘আধেক চুলের কাঁটা, অন্যটি সিল্কের রুমালের আধেক টুকরো’। এ দুটো জিনিস হাতে পেয়েই রাজকন্যার আনন্দ আর ধরে না। খুশিতে আত্মহারা হয়ে সে রাখাল ছেলেকে নিয়ে সোজা চলে যায় রাজার কাছে। গিয়ে বলে, বাবা, এই সেই রাখাল ছেলে, যে আমাকে ৯ মাথাওয়ালা বাজপাখির কবল থেকে উদ্ধার করেছিল।
রাজা রাখাল ছেলেটির এমন সারল্য ও সৌম্য চেহারা দেখে খুশি হন।
(চলবে)


আরো সংবাদ



premium cement