নয় মাথাওয়ালা বাজপাখি
- ভাবানুবাদ : শেখ আবদুল্লাহ নূর
- ১০ মার্চ ২০২৪, ০১:৪৬
(গত দিনের পর)
রাজবাড়ির সিংহদ্বারে বসে বসে এমন হাজারো ভাবনা ভাবছে আর সামনে চলে যাওয়া পথের দিকে তাকিয়ে আছে রাজকন্যা। বুকে তার আশার ক্ষীণ প্রদীপ জ্বলে। নিশ্চয়ই রাখাল ছেলেটি আসবে এবং আজই আসবে। ভোরের সূর্য উঁকি দিলো পুব আকাশে।
এমন সময় রাজকন্যা দেখে ওই তো সড়কের ওই পশ্চিম দিক থেকে কী যেন কিছু একটা আসছে এদিকে। দেখতে না দেখতেই আরো স্পষ্ট হলো দৃশ্যটি। চার বেহারার একটি পালকি আসছে এদিকে, তার দিকেই। রাজকন্যার মন আরো চঞ্চল, আরো অস্থির হয়ে ওঠে। বুকের ভিতর যেন ঝড় বয়ে যাচ্ছে তার।
দেখতে দেখতে চার বেহারার পালকি এসে থামে সিংহদ্বারের সামনে। পালকি থেকে বের হলো একটি ছেলে, সৌম্য সুন্দর চেহারা তার। রাজকন্যার কাছে মনে হলো অনন্তকালের পরিচিত ছেলেটি। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা