২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা অজানা

মাউন্ট এভারেস্ট

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা হয়তো মাউন্ট এভারেস্টের নাম শুনে থাকবে? এটা কী? একটি পর্বত। মাউন্ট এভারেস্টের অবস্থান কোথায়? হিমালয় পর্বতমালায়। এ পর্বতমালায় বেশ ক’টি পর্বত আছে। এগুলোর মধ্যে মাউন্ট এভারেস্ট সবচেয়ে উঁচু। এটি বিশ্বেরও সবচেয়ে উঁচু পর্বত। এর চূড়ার (শৃঙ্গ) উচ্চতা কত জানো? প্রায় ৮ হাজার ৮৪৮ মিটার। মিষ্টি সকাল, রোদেলা দুপুর, উদাসী বিকেল আর মায়াবী সন্ধ্যায় এভারেস্টের রঙ বদলায়। তোমরাও রঙ বদলিয়ে এভারেস্টের ছবি আঁকতে পারো।

 


আরো সংবাদ



premium cement