নয় মাথাওয়ালা বাজপাখি
- ভাবানুবাদ : শেখ আবদুল্লাহ নূর
- ০৪ মার্চ ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
পালকির চার বেহারা উত্তর দেয়, আর বেশি দূরে নয়। মাত্র চার ক্রোশ পথ। আমরা রাজবাড়ির সামনে দিয়েই যাবো আপনার গাঁয়ে।
রাখাল ছেলে পালকিতে উঠেই ঘুমিয়ে পড়ে।
এবার রাজকন্যার কাহিনী কিছু বলি।
সেই প্রতারক যুবকটি রাজকন্যাকে নিয়ে এসেছিল রাজা ও রানির কাছে। এসে সে নিজের বাহাদুরি ও কৃতিত্বের কথা শুনিয়ে রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব দেয়। প্রতারক অচিন যুবকটি বলে, রাজা নিশ্চয়ই তার ওয়াদা পালন করবেন।
কিন্তু এতে বাদ সাধে স্বয়ং রাজকন্যা। সে বলে, না, এই যুবকটি একটা প্রতারক। সে আমাকে ‘৯ মাথাওয়ালা বাজপাখির’ কবল থেকে উদ্ধার করেনি। আমাকে উদ্ধার করেছে এক রাখাল ছেলে। এই প্রতারক যুবকটির কারণেই রাখাল ছেলেকে আমি হারিয়ে ফেলেছি।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা