২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

মুদ্রা কী

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা জানো, এখনো সারা বিশ্বেই মুদ্রা প্রচলিত আছে। প্রাচীনকালে কোনো মুদ্রা ছিল না। মানুষ তখন দ্রব্য বা জিনিসপত্র বিনিময় করত। তার মানে এক জিনিসের বিনিময়ে অন্য জিনিস গ্রহণ করত। একজন হয়তো একটি গরু দিলো; এর বিনিময় অপরজন তাকে কিছু কাপড় দিলো- এ রকম।
মুদ্রা কী? ক্রেতা ও বিক্রেতার মধ্যে লেনদেনের মাধ্যম। মুদ্রার প্রচলন শুরু হয় খ্রিষ্টের জন্মের প্রায় সাত শ’ বছর আগে। কোথায়? লিডিয়ায়। বর্তমান তুরস্কের এশীয় ভূখ-ে লিডিয়া নামে একটি দেশ ছিল। দেশটির মানুষ মুদ্রা আবিষ্কার করে। আগে ধাতুর তৈরি মুদ্রার প্রচলন ছিল। বর্তমানে কাগুজে ও ধাতুর মুদ্রা উভয়টার প্রচলন আছে।
আমাদের মুদ্রার নাম টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার। সব স্বাধীন দেশেরই নিজস্ব মুদ্রা থাকে। এবার ছবি দেখো।
-ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement