নয় মাথাওয়ালা বাজপাখি
- ভাবানুবাদ : শেখ আবদুল্লাহ নূর
- ০৩ মার্চ ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
আমি মনে মনে যেটা ইচ্ছে করছি, সেটাই চলে আসছে সামনে। এটাই কি তা হলে লাউয়ের খোলের মাহাত্ম্য? আচ্ছা পরীক্ষা করা যাক।
গাধার পিঠে কিছুদূর যাওয়ার পর রাখাল ছেলেটির প্রচণ্ড ঘুম পাচ্ছে। কি করা যায় এখন। গাধার পিঠে ঘুমিয়ে পড়লে পড়ে যাবে সে। যে উঁচু নিচু পথ। তার মনে হলো একটা পালকি হলে ঘুমিয়ে পড়া যেত। এ কথা ভাবতে না ভাবতেই চার বেহারার একটি পালকি এসে হাজির হয় তার সামনে। সে তখন গাধাকে ছেড়ে দিয়ে পালকিতে উঠে বসে। পালকির বলিষ্ঠ চার বেহারা তাকে জিজ্ঞেস করে, আমরা আপনাকে নিয়ে কোন দিকে যাবো?
রাখাল ছেলে বলে, আমার বাড়ির দিকে যেতে থাকো।
এদিকে পালকিতে ওঠার সময় রাখাল ছেলে জিজ্ঞেস করে, এখান থেকে আমাদের রাজবাড়ি কত দূর? (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা