রিশা রাফির দিনগুলো
- সারমিন ইসলাম রত্না
- ০৩ মার্চ ২০২৪, ০০:০৫
পাঁচ.
রিশা স্কুলে উপস্থিত হলো। রিশাকে দেখেই স্যার বললেন, তুমি বৃষ্টি বিলাসের আয়োজনে অংশ নাওনি। এই মুহূর্তে তোমাকে নেওয়ার সুযোগ নেই। ছাত্র-ছাত্রীরা হইচই শুরু করল। রিশাকে বৃষ্টি বিলাসে না নিলে আমরা সব আয়োজন বন্ধ করে দেবো। ওদের প্রতিবাদে মুখরিত হয়ে উঠল চারপাশ। বদলে গেল সিদ্ধান্ত। হঠাৎ বিজলী চমকাল। আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামল। রিশা বৃষ্টিতে ভিজতে ভিজতে গাইল বৃষ্টির গান।
আনন্দ উল্লাস করতে করতে বাস শ্রীমঙ্গলে পৌঁছল। সবুজের সমারোহ দেখে সবাই খুশিতে আত্মহারা। এমন নৈস্বর্গিক পরিবেশ ওরা আগে কখনো দেখেনি। পাহাড়ের ওপর সবুজ চা বাগান। মাঝে চলে গেছে উঁচু নিচু পিচ ঢালা রাস্তা। যেন রংতুলিতে আঁকা শিল্পীর শিল্পকর্ম। ওরা ঘুরে দেখল শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানসমূহ- নুরজাহান চা বাগান, সবুজে বেষ্টিত লাউয়াছড়া জাতীয় উদ্যান, রাবার বাগান, আনারস বাগান, নীল সাদা পদ্মের মাধবপুর লেক, অপূর্ব সুন্দর লাল পাহাড়। আদি নীলকণ্ঠ সাত রঙের চা পান করতে করতে রাফি বলল, কৃতজ্ঞতা প্রিয় বাবা-মা। রিশা বৃষ্টিমাখা অনুভূতিগুলো ছড়িয়ে দিতে দিতে বলল, বাবা-মা অনেক ভালোবাসি তোমাদের।
রংতুলিতে ছুটির দিন : রাফি আরাম করে ঘুমাচ্ছে। হঠাৎ মায়ের ডাক! রাফি, অনেক বেলা হলো। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা