বুশম্যান
- ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ছোট্ট বন্ধুরা,
আফ্রিকা কী? একটি মহাদেশ। এ মহাদেশের দক্ষিণ-মধ্য এলাকার অরেঞ্জ ও জাম্বেসি নদীর মধ্যবর্তী কালাহারি মরুভূমিতে বুশম্যান জাতি বাস করে। এরা যাযাবর। বলতে পারো এ জাতির নাম বুশম্যান হলো কেন? মরুভূমির কাঁটা ঝোপের দেশে এরা বাস করে। তাই এদের নাম হয়েছে বুশম্যান। বুশম্যানরা ঝোপের মানুষ। বুশ মানে ঝোপ, আর ম্যান মানে মানুষ। আর এই বুশ ও ম্যানকে একসাথে করে বুশম্যান শব্দটি গঠন করা হয়েছে।
বুশম্যানরা নিজেদের বলে সান। এরা বেঁটে বা খাটো। গড় উচ্চতা ৪ ফুট ৭ ইঞ্চি। এরা ঘর বানায় কী দিয়ে? গাছের ডাল, পাতা ইত্যাদি দিয়ে। খায় কী? বনের ফলমূল আর শিকার করা প্রাণী।
বর্তমানে এদের সংখ্যা কমে গেছে। জীবনধারাও গেছে বেশ পাল্টে। এবার ছবি দেখো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা