২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা অজানা

অশোক

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা ইতোমধ্যে বিভিন্ন গাছ সম্পর্কে জেনেছ। হয়তো তোমাদের অশোক সম্পর্কেও ধারণা আছে। এটি কী? বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ। বিভিন্ন রোগে এ গাছের কার্যকারিতা আছে। এ গাছের বাকল ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। এতে রয়েছে ট্যানিন ও হিমাটোক্সাইলিন। অশোক সঙ্কোচক। এটি রক্ত পরিষ্কার করে। শান্তকারক হিসেবেও এর কদর আছে। নারীদের রোগেও অশোক ব্যবহার করা হয়। বড় হয়ে তোমরা এ গাছ সম্পর্কে আরো জানতে পারবে।
কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নিতে চেষ্টা করো। মনে রেখো, অশোকের ইংরেজি Ashoka. এবার ছবি দেখো।
- ইমরুল হাসান

 


আরো সংবাদ



premium cement