আমহারা জাতি
- সেলিম বুলবুল চৌধুরী
- ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
জানো, আমহারা নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ বাস করে প্রধানত আফ্রিকার ইথিওপিয়ায়। ইথিওপিয়া এদের মূল আবাসভূমি।
আমহারা অর্থ আনন্দদায়ক, সুন্দর, উদার বা চিত্তহারী। আমহারারা কৃষ্ণাঙ্গ জাতি। এরা কথা বলে আমহারিক ভাষায়।
আমহারাদের বেশির ভাগ খ্রিষ্টধর্ম পালন করে। ১৮ শতাংশ অনুসরণ করে ইসলাম ধর্ম।
ইথিওপিয়ার আমহারাদের প্রায় ৯০ শতাংশ কৃষিকাজ করে জীবনধারণ করে। চাষাবাদ চলে মূলত ইথিওপীয় উচ্চভূমিতে। এরা যব, গম, বজরা, জোয়ার বা ভুট্টাজাতীয় খাদ্যশস্য ফলায়। উচ্চভূমিতে বছরে একবার ফসল ফলে, নিচু ভূমিতে দু’বার সম্ভব। এরা বিভিন্ন ধরনের শাকসবজিও উৎপাদন করে। আমহারারা গরু, ভেড়া ও ছাগল পালন করে।
একসময় আমহারাদের মাঝে কম বয়সে বিয়ে প্রচলিত ছিল। ১৪ বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত আর ২০ বছরের কম বয়সের ছেলেদের বিয়ে দেয়া হতো। বর্তমানে ছেলে-মেয়ের বিয়ের বয়স হতে হয় কমপক্ষে ১৮।
মোট আমহারা জনসংখ্যা প্রায় দুই কোটি তিন লাখ। এক কোটি ৯৮ লাখের বেশি বাস করে ইথিওপিয়ায়। দেশটির জনসংখ্যার ২৬ শতাংশ আমহারা। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল, সুদান, সোমালিয়া, ইরিত্রিয়া, কানাডা, সুইডেন, ইয়েমেন, জার্মানি, জিবুতি, নরওয়ে, মিসর ও ফিনল্যান্ডে বাস করে প্রায় চার লাখ ৬০ হাজার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা