নয় মাথাওয়ালা বাজপাখি
- ভাবানুবাদ : শেখ আবদুল্লাহ নূর
- ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
আজ তুমি আমাদের অতিথি। এসো আমার সঙ্গে, আমরা প্রাসাদের ভিতরে যাই।
তারা দু’জন অট্টালিকার ভিতরে প্রবেশ করে। ভবনের প্রতিটি সিংহদ্বারে মৎস্য কুমারী প্রহরীর কাজ করছে। তারা সুদর্শন যুবকটিকে দেখে কুর্ণিশ করে পথ ছেড়ে দেয়। সিংহদ্বার পার হয়ে আরো ভিতরে প্রবেশ করে তারা।
বিশাল এক সিংহাসনে বসে আছেন সমুদ্রাধিপতি। সাগর রাজা তিনি এবং সুদর্শন যুবকটির বাবা। যুবকটিকে দেখেই খুশিতে আত্মহারা হয়ে রাজা সিংহাসন ছেড়ে উঠে এগিয়ে আসেন এবং যুবকটিকে বুকে জড়িয়ে ধরেন। তারপর বলেন, এতদিন কোথায় ছিলে বাবা? তোমাকে হারিয়ে রাজ্যময় কী শোক বয়ে যাচ্ছে। শোকে থেমে গেছে জোয়ার-ভাটা, থেমে গেছে জলের ঘূর্ণন, মাছের সাঁতার। তোমার মা শোকে কাতর হয়ে শয্যাশায়ী। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা