নয় মাথাওয়ালা বাজপাখি
- ভাবানুবাদ : শেখ আবদুল্লাহ নূর
- ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
পাথরটি সাগরজলে টুপ করে পড়তে না পড়তেই পানি দুই ভাগ হয়ে যায়। সাগরের মাঝ বরাবর তৈরি হয়ে যায় এক সুরঙ্গ পথ। ডানে পানি, বায়ে পানি, মাথার উপরে পানি। পায়ের তলায় শুধু নুড়ি পাথরের সুরঙ্গ পথ। সুদর্শন যুবকটি রাখাল ছেলেটির হাত ধরে বলে এসো আমার সঙ্গে।
তারা সুরঙ্গ পথ ধরে হাঁটছে সাগরজলের গভীরে, আরো গভীরে। কোথায় যাচ্ছে রাখাল ছেলেটি কিছুই বুঝে উঠতে পারছে না। যুবকটিকে জিজ্ঞেস করবে, সেই ফুরসুতও নেই। কারণ তারা দ্রুতগতিতে হাঁটছে। সুরঙ্গ পথে অনেকক্ষণ হাঁটার পর রাখাল ছেলেটি দেখতে পায় সামনে সুরম্য এক অট্টালিকা। মূল্যবান মণিমুক্তা ও রুবি পাথর দিয়ে গড়ে তোলা হয়েছে এমন সুবৃহৎ ভবনটি।
সুদর্শন যুবকটি বলে, এটি আমাদের প্রাসাদ। আমার বাবা এই সমুদ্রের অধিপতি। সাগর রাজা তিনি। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা