নয় মাথাওয়ালা বাজপাখি
- ভাবানুবাদ : শেখ আবদুল্লাহ নূর
- ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
কথা মতো তা-ই করে রাখাল ছেলেটি এবং অবাক হয়ে দেখে সত্যি তার আর ক্ষুধা নেই। গায়ে বেশ শক্তি চলে এসেছে। সদা চঞ্চল ও উৎফুল্ল মনে হচ্ছে তার। পাথরের এত মাহাত্ম্য? রাখাল ছেলেটি ভাবে। এ কোন দেশে এলাম আমি? সবকিছুই ভিন্ন, অথচ কী মনোরম ও সুন্দর।
সুদর্শন যুবকটি এবার আরো খানিকটা দূর হেঁটে যায় তাকে নিয়ে। নদীটির শেষ মাথাটি এসে মিশেছে সাগরকূলে। তারা দু’জন এবার সাগরকূলে এসে দাঁড়ায়।
সাগরকূলে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরো অনেক নুড়িপাথর। এবার সুদর্শন যুবকটি নীল রঙের দুটি সবুজ রঙের নুড়ি পাথর কুড়িয়ে নেয় হাতে। পাথর দুটি দুই হাতে নিয়ে সে পরপর তিনটি টোকা দেয় দুই পাথরের গায়। তারপর একটি পাথর সে ছুড়ে মারে সাগরের দিকে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা