ফুলকন্যা
- ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
সারমিন ইসলাম রত্না
চার.
তোমাদের তো সাহস কম নয়। তোমরা প্রজা হয়ে আমাকে পরামর্শ দিতে এসেছো। প্রজারা দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে গেল। মন্ত্রী হাসতে হাসতে বলল, হে প্রিয় রাণী ফুলকন্যা, এখন আপনাকে ঠিক রাণীর মতো লাগছে। রাণী ফুলকন্যা গর্জে উঠে বললেন, তার মানে! তুমি কী বলতে চাও? আমি তো রাণী। সবসময়ই রাণী ছিলাম। মন্ত্রী বলল, হে প্রিয় রাণী, ক্ষমা করুন। অবশ্যই আপনি রাণী ছিলেন। কিন্তু স্বভাব রাণীর মতো ছিল না। এখন ভাব গাম্ভীর্যপূর্ণ প্রকৃত রাণী মনে হচ্ছে। সেজন্যই আমি বলেছিলাম, রাণীদের হতে হয় রাণীর মতো। রাণী ফুলকন্যা আগুন কণ্ঠে বললেন, খামোশ! যথেষ্ট জ্ঞান আছে আমার। অতএব, জ্ঞান দিতে এসো না। রাণী ফুলকন্যার চোখে মুখে অহংকার ফুটে উঠল।
ফুলরাজ্যে যেটুকু ফুল ছিল শুকিয়ে ঝরে গেল। মিষ্টি সুবাস হারিয়ে গেল। বাতাসজুড়ে দুর্গন্ধ বইতে থাকল। সেই দুর্গন্ধ ফুলকন্যার প্রাসাদে প্রবেশ করল। ফুলকন্যা গোপন কক্ষে ছুটে গেলেন এবং আয়নার সামনে দাঁড়ালেন। রাণী ফুলকন্যা সুন্দর দৃষ্টিতে আয়নার দিকে তাকালেন। কিন্তু ফুল ফুটল না।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা