অ্যাকোলি মানুষ
- সেলিম বুলবুল চৌধুরী
- ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
বলছি অ্যাকোলি মানুষের কথা। এরা একটি একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী; একটি জাতি। এরা কৃষ্ণাঙ্গ- এদের গায়ের রঙ কালো। এ জাতি বাস করে আফ্রিকা মহাদেশে। অ্যাকোলি জনসংখ্যা ২৪ লাখের বেশি। এর বেশির ভাগ বাস করে উগান্ডায়। উগান্ডার উত্তরাঞ্চলের সাত জেলা- অ্যাগাগো, অ্যামুরো, গুলু, কিতগুম, নয়োয়া, ল্যাময়ো ও পাদের অ্যাকোলি অধ্যুষিত। এ জেলাগুলো অ্যাকোলিভূমি (অ্যাকোলিল্যান্ড) নামে পরিচিত। আজকাল ২৮ হাজার ৫০০ বর্গকিলোমিটারের এ ভূমি অ্যাকোলিদের মূল আবাসভূমি। দক্ষিণ সুদানের ম্যাগউই জেলায় বাস করে প্রায় ১ লাখ ৩৪ হাজার অ্যাকোলি। অ্যাকোলি অধ্যুষিত জেলাটির অবস্থান দক্ষিণ সুদান-উগান্ডা সীমান্তে।
অ্যাকোলিরা কথা বলে অ্যাকোলি ভাষায়। এটি পশ্চিম নিলোটিক ভাষার অন্তর্ভুক্ত।
বর্তমানে অ্যাকোলিদের বেশির ভাগ খ্রিষ্ট ধর্ম অনুসরণ করে। কিছু পালন করে ইসলাম ধর্ম। কিছু রয়েছে ঐতিহ্যবাহী আফ্রিকান ধর্মের অনুসারী।
১৯ শতকে অনেক অ্যাকোলি জংলিজাতীয় পোশাক পরত, যা ছিল সংক্ষিপ্ত । বর্তমানে এরা আফ্রিকান ঐতিহ্যবাহী পোশাক পরে। অনেকে পরে ইউরোপীয় ঘরানার পোশাক।
মাটির তৈরি গোলাকার ঘর অ্যাকোলিদের ঐতিহ্য। বর্তমানে এরা আধুনিক ঘরানার ঘর তৈরি করে। অনেকে বাস করে দালানে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা