নয় মাথাওয়ালা বাজপাখি
- ভাবানুবাদ : শেখ আবদুল্লাহ নূর
- ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
তোমার কাছেই আমি কৃতজ্ঞ। কী চাও তুমি? সাধ্যমতো তোমাকে আমি প্রতিদান দেবো।
রাখাল ছেলেটি বলে, আমি বড় ক্ষুধার্ত। কিছু খেতে পেলে জীবন রক্ষা হয় আমার।
সুদর্শন যুবকটি রাখাল ছেলেকে নিয়ে এগিয়ে যায় আরো সামনে। কিছু দূর যাবার পর রাখাল ছেলে দেখে অবারিত খোলা মাঠ। সেই মাঠের মাঝখান দিয়ে বয়ে চলছে একটি নদী। শান্ত সুনীল সরোবর যেন। তারা দুই জন নদীর পাড়ে এসে দাঁড়ায়। অসংখ্য নুড়ি পাথর বিছানো নদীর পাড়। একেকটি পাথর একেক রঙের। লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি।
সুদর্শন যুবকটি একটি হলুদ রঙের নুড়ি পাথর তুলে নেয় হাতে। তারপর নদীর হাঁটু জলে নেমে পাথরটিকে ধুয়ে রাখাল ছেলেটির হাতে দেয়। বলে, নাও বন্ধু,এটি মুখের ভিতরে রেখে দাও কিছুক্ষণ। দেখবে ক্ষুধা তোমার মিটে গেছে।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা