ফুলকন্যা
- সারমিন ইসলাম রত্না
- ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
তিন.
হাসি, আনন্দ, খাওয়া-দাওয়া, ঘুম কিছুই না। সারাক্ষণ মনে একটা প্রশ্নই ঘুরে বেড়ায়। আমি রাণী ফুলকন্যা। সবাই আমাকে রাণী বলেই সম্মোধন করে। তবু কেন আমাকে রাণীর মতো হতে হবে? মন্ত্রী কেন আমাকে এমন কথা বলল? আমি কি মন্ত্রীকে প্রশ্ন করব? না থাক। মন্ত্রী আমাকে বুদ্ধিহীন ভাববে। তার চেয়ে বরং নিজের সমস্যা নিজেই সমাধান করি। প্রাসাদজুড়ে ফিসফিস শুরু হলো। কেন রাণী ফুলকন্যা এমন করছেন? বাতাসের গতিতে খবর ছড়িয়ে পড়ল। রাণী ফুলকন্যা পরিবর্তন হয়েছেন। কিন্তু কেন? কারণ জানা যাচ্ছে না।
রাণীর হাসি, আনন্দ বন্ধ হয়ে গেছে। ফুলরাজ্যে ফুল ফোটাও বন্ধ হয়ে গেল। প্রজারা ছুটে এলো। রাণীকে সম্মান জানিয়ে বলল, হে প্রিয় রাণী ফুলকন্যা, ক্ষমা করুন। কী হয়েছে আপনার? আমাদের সঙ্গে দুঃখ ভাগাভাগি করুন। আমরা আপনার সব কষ্ট বহন করব। আপনি কষ্ট থেকে মুক্ত হবেন। সুন্দর দৃষ্টিতে তাকাবেন। মিষ্টি করে কথা বলবেন। সুন্দর করে হাসবেন। আমরা সেই হাসিতে ফুলের সুবাসে ভাসব। রাণী ফুলকন্যা রাগীস্বরে বললেন, খামোশ! (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা