নয় মাথাওয়ালা বাজপাখি
- ভাবানুবাদ : শেখ আবদুল্লাহ নূর
- ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
রাখাল ছেলেটি বলে, আমার হাতে কোনো জাদু নেই। আমি বিপদগ্রস্ত এক মানব। অন্ধ পাতলপুরীতে আটকা পড়ে আছি। কী করব, কোথায় যাবো কিছুই জানি না। তাই নিজের মনের অজান্তেই আমি দেয়ালে সেঁটে রাখা এক মাছের মমিকে স্পর্শ করেছি। আর সাথে সাথে তুমি জীবন ফিরে পেলে। এখানে আমার কোনো কৃতিত্ব নেই ভাই। কিন্তু আমার জানতে ইচ্ছে করে, কী হয়েছিল তোমার? কে তোমাকে মাছের মমি বানিয়ে রেখেছিল?
সুদর্শন যুবকটি বলে, আমি সাগর রাজের পুত্র। আনমনে ঘুরে বেড়াচ্ছিলাম সাগরকূলে। আর তখন ৯ মাথাওয়ালা এক বাজপাখি আমাকে ছোঁ মেরে উড়িয়ে নিয়ে আসে এই অন্ধ সুরঙ্গের ভিতর। তারপর জাদুর বলে আমাকে মাছের মমি করে রাখে। সে যা-ই হোক, হে মানব সন্তান, তোমার হাতের স্পর্শেই আমি জীবন ফিরে পেয়েছি। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা