ম্যাভরোভো হ্রদ
- সেলিম বুলবুল চৌধুরী
- ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
জানো, ইউরোপের মেসিডোনিয়া একটি বিখ্যাত এলাকা। এটি একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল। বর্তমানে এর একটি এলাকা গ্রিসের অংশ, অন্য এলাকা বুলগেরিয়ার অংশ। বাকি এলাকা নিয়ে গঠিত হয়েছে স্বাধীন দেশ উত্তর মেসিডোনিয়া রিপাবলিক। এ রিপাবলিকের একটি বিখ্যাত হ্রদ ম্যাভরোভো।
হ্রদটিতে প্রচুর পরিমাণে ট্রাউট (মিঠা পানির মাছবিশেষ) রয়েছে। গ্রীষ্মের মাসগুলোয় এখানে সাঁতারকাটা, নৌকা চালনা ও মাছ ধরার খ্যাতি আছে। হ্রদের মাঝের অর্ধডোবা গির্জা অপূর্ব। হ্রদ এলাকা একটি বিশেষ ধরনের পর্যটন কেন্দ্র।
উত্তর মেসিডোনিয়া রিপাবলিকের রাজধানী স্কপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মনকাড়ানিয়া নিসর্গে ঘন বনের পটভূমিকায় গভীর গিরিখাত, তুষারচূড়া আর নীল পানির হ্রদটি ম্যাভরোভো এলাকাকে করেছে বৈশিষ্ট্যমণ্ডিত। হ্রদকে ঘিরে রয়েছে একটি জাতীয় উদ্যান। প্রতিদিন এখানে অনেক পর্যটক আসা-যাওয়া করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা