ফুলকন্যা
- সারমিন ইসলাম রত্না
- ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
মেঘরাজ্য নয়, পরীরাজ্য নয়। এমন এক রাজ্যের কথা বলব সেই রাজ্যের নাম ফুলরাজ্য। সেই রাজ্যে লোভ লালসা নেই। ঈর্ষা নেই।
সবাই সবাইকে ভালোবাসে। সেই রাজ্যের রাণী ফুলকন্যা। রাণী হাসলে ফুলের পাপড়ি ঝরে। রাণী কথা বললে ফুলের মিষ্টি সুবাস ছড়ায়। রাণী ফুলকন্যা যেদিকে তাকায় সেদিকেই রাশি রাশি ফুল ফোটে।
এত রূপ, এত গুণ যার
তবু নেই তার অহঙ্কার।
ফুলকন্যা রাণী হলে কী হবে, স্বভাব রাণীর মতো নয়। সবার সঙ্গে হাসে, মেশে, গল্প করে। দুঃখী মানুষদের সঙ্গে দুঃখী হয়। সুখীদের সঙ্গে সুখী হয়।
এক বিকেলে রাণী ফুলকন্যার মন খারাপ হলো। মন্ত্রী বলল, হে প্রিয় রাণী, মন খারাপ করবেন না। রাণীদের হতে হয় সর্বদাই হাসিখুশি। রাণী ফুলকন্যা বললেন, তা আমি জানি। কিন্তু প্রজাদের দুঃখ সহ্য হয় না। মন্ত্রী এক গাল হেসে বলল, হে প্রিয় রাণী, ক্ষমা করুন। রাণীদের হতে হয় রাণীর মতো। রাণী ফুলকন্যা মনে মনে কথাটি পুনরাবৃত্তি করলেন। রাণীদের হতে হয় রাণীর মতো। কিন্তু কিভাবে? আমি তো রাণী। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা