ঘুমপরীর ইতিকথা
- সারমিন ইসলাম রত্না
- ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
সাত.
চিন্তিত মুখে প্রশ্ন করলেন, হে অচেনা মেয়ে, কে তুমি? আমাদের ঘুমপরী কোথায়? সুরকন্যা বলল, হে প্রিয় রাণী, আমি সুরকন্যা। ঘুমপরী আমাকে স্বর্গ থেকে নিয়ে এসেছে। ঘুমপরী বিপদে পড়েছে। হে রাণী তাকে রক্ষা করুন।
পরীরাণী স্রষ্টার কাছে প্রার্থনা করলেন। স্রষ্টা ঘুমপরীকে ফিরিয়ে দিলেন।
পরীরাণী ঘুমপরীকে মুকুট পরিয়ে দিলেন। ঘুমপরী সুন্দর হাসি দিয়ে বলল, হে পরীরাণী, কৃতজ্ঞতা। আপনার এই অমূল্য উপহারটি আমি সুরকন্যাকে সমর্পিত করতে চাই। পরীরাণী বললেন, অবশ্যই। ঘুমপরী সুরকন্যার মাথায় মুকুট পরিয়ে দিলো। অমনি অদ্ভুত মায়াময় সুর বেজে উঠল। পরীরাণী মিষ্টি হেসে বললেন, হে সুরকন্যা, আজ থেকে পৃথিবীর শিশুদের ঘুম পাড়ানোর দায়িত্ব তোমার। আজ থেকে তুমি ঘুমপরী। সুরের রাণী সুরকন্যা।
সুরকন্যা গান গাইতে গাইতে পৃথিবীতে নেমে এলো। টুনটুনি আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মিষ্টি গান শুনতে পেল। কে গাইছে এমন করে গান? ঠিক যেন মায়ের মতো। টুনটুনির বুকটা ধক করে উঠল। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা