নয় মাথাওয়ালা বাজপাখি
- ভাবানুবাদ : শেখ আবদুল্লাহ নূর
- ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭
(গত দিনের পর)
আর ঠিক তখনই সে দেখে কূপের দেয়াল ভেঙে পড়ছে নিচে ঠিক তার মাথার উপর। প্রাণ বাঁচাতে ত্বরিতগতিতে সে কূপের আরেক পাশে সটকে পড়ে। এতে কোনো রকমে রক্ষা পায় সে। ভাঙা দেয়াল ধসে পড়ার শব্দে পাতালপুরীতে ধাম করে এক বিকট শব্দ হয়। ধুলায় ধূসরিত হয়ে যায় কূপের তলা।
কূপের এক কোণে সুরঙ্গ পথে অনেকক্ষণ চোখ বুজে রইল রাখাল ছেলেটি। ধুলায় ধূসরিত অন্ধকার কিছুটা কমল। এবার চোখ খোলে সে। উপরের দিকে আরেকবার তাকায়। না, কেউ নেই। আর হয়তো কেউ আসবেও না তাকে উদ্ধার করতে। এ পথে উপরে ওঠার সাধ্য নেই তার।
এদিকে রশি বেয়ে উপরে উঠে আসা রাজকন্যাকে দেখে বিমোহিত হয়ে যায় সেই অচিন যুবক। সে মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে ফেলে কী করবে সে।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা