ঘুমপরীর ইতিকথা
- সারমিন ইসলাম রত্না
- ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭
ছয়.
হে স্রষ্টা, আপনিই সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। স্বর্গ থেকে কাউকে নিয়ে যাওয়া যায় না। আপনি এমন কিছু করুন, যেন আমি টুনটুনির উপকার করতে পারি।
এবার অদৃশ্য কণ্ঠটি মানবরূপ ধারণ করল। ঘুমপরী আকুল হয়ে বলল, হে সুরকন্যা, এখনি চলো আমার সঙ্গে। আমি তোমাকে টুনটুনির কাছে নিয়ে যাবো। তুমি আমার হাতে হাত রাখো। সুরকন্যা ঘুমপরীর হাতে হাত রাখল।
ঘুমপরী স্বর্গ পেরিয়ে আকাশে উড়াল দিলো। হঠাৎ শব্দ শোনা গেল। কে কোথায় আছো? এখনি ওদের স্বর্গে ফিরিয়ে নাও। ঘুমপরী দ্রুতগতিতে উড়তে লাগল। স্বর্গের প্রহরী ছুটে আসছে। ওদের ঘিরে ফেলার চেষ্টা করছে। ঘুমপরী উড়তে উড়তে ক্লান্ত হয়ে গেল। চারিদিকে অন্ধকার নেমে এলো। ঘুমপরী একটি মেঘের ওপর বসল। হাঁপাতে হাঁপাতে বলল, হে সুরকন্যা, আমার ডানা দুটো তোমার পিঠে লাগিয়ে দিলাম। এই ডানা দুটো তোমাকে ঘুমরাজ্যে নিয়ে যাবে। সুরকন্যা ডানার ওপর সব শক্তি প্রয়োগ করল। তারপর বিদ্যুগতিতে ঘুমরাজ্যে উড়ে এলো। সব পরীরা উদ্বিগ্ন হয়ে গেল। পরীরাণী ছুটে এলেন। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা