নয় মাথাওয়ালা বাজপাখি
- ভাবানুবাদ : শেখ আবদুল্লাহ নূর
- ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৪
(গত দিনের পর)
যত্ন করে রেখে দাও। হয়তো কোনো একদিন কাজেও লাগতে পারে।
এরপর রাজকন্যা রশি বেয়ে বেয়ে উপরে উঠে যায়। কিন্তু অবাক কাণ্ড! রাখাল ছেলেটি দেখে, রাজকন্যার সাথে সাথে রশিটিও উঠে যায় উপরে। তার নাগালের বাইরে। ইচ্ছে করলে লাফ দিয়েও সে রশিটির নাগাল পাবে না। রশিটি উঠে একেবারে অন্ধ কূপের বাইরে চলে গেল। দৃষ্টির আড়াল হলো রশিটি। রাখাল ছেলেটি এতে অবাক হয়। এমন তো কথা ছিল না। উপরে রেখে আসা তার অচিন বন্ধুটি কি শেষে প্রতারণা করছে তার সাথে? তাকে কি কূপ থেকে বের হতে দেবে না?
অনেকক্ষণ অপেক্ষার পরও রশি আর নিচে নেমে এলো না। রাখাল ছেলেটি বুঝল, অচিন যুবকের প্রতারণায় চিরদিনের মতো হারিয়ে ফেলল সে রাজকন্যাকে। সে আরেক বার উপরের দিকে তাকায়। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা