ঘুমপরীর ইতিকথা
- সারমিন ইসলাম রত্না
- ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৪
পাঁচ.
হঠাৎ করুণ সুরে ঘুমপরীর হৃদয় কেঁপে উঠল।
টুনটুনি কমন আছিস তুই?
আমি বড় কষ্টে আছি।
তোকে ছাড়া কেমন করে শান্তিতে রই?
টুনটুনি কেমন আছিস তুই?
করুণ সুর অনুসরণ করে ঘুমপরী একটি প্রাসাদে প্রবেশ করল। খুলে গেল ঝলমলে একটি দরজা। দরজার ভেতর থেকে আর্তনাদ ভেসে এলো। তুমি কেমন করে এখানে প্রবেশ করলে? ঘুমপরী বুঝতে পারল ওরা পৃথিবীর মানুষ কিন্তু এখন স্বর্গের বাসিন্দা। ঘুমপরী বলল, ভয় পেয়ো না। আমি ঘুমরাজ্য থেকে এসেছি। বিশেষ একজনকে খুঁজছি। তোমরা কি তার কান্না শুনতে পাচ্ছ? ওরা চিন্তিত মুখে বলল, আমরা কারো কান্না শুনতে পাচ্ছি না। তুমি ফিরে যাও। না হলে বিপদ হবে। ঘুমপরী বলল, চিন্তা করো না। বিপদ হবে না।
ঘুমপরী সবুজ পথে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে শুনতে পেল সেই করুণ কণ্ঠস্বর।
টুনটুনি কেমন আছিস তুই?
আমার লক্ষীসোনা, চাঁদের কোনা।
কেমন আছিস তুই?
কণ্ঠটি খুব কাছ থেকে শোনা যাচ্ছে। কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ঘুমপরী স্রষ্টার কাছে প্রার্থনা করল।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা