ঘুমপরীর ইতিকথা
- সারমিন ইসলাম রত্না
- ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চার.
ঘুমরাজ্য পেরিয়ে মেঘের রাজ্য পেরুল। মেঘের রাজ্য পেরিয়ে ঝড়-বৃষ্টির আকাশে পৌঁছল। শুরু হলো ঝড়-বৃষ্টির দাপট। ঘুমপরী অনেক কষ্টে শান্ত আকাশে পৌঁছল। তখনই ঘটল বিপদ! ঘুমপরী উড়তে পারছে না। ডানা দুটো আটকে গেছে। ঘুমপরী বুক ভরে শ্বাস নিলো এবং সব শক্তি ডানার ওপর প্রয়োগ করল। ডানা নড়েচড়ে উঠল। ঘুমপরী শান্ত আকাশ পেরিয়ে ধোঁয়া আকাশে পৌঁছল। ধোঁয়া আকাশ থেকে চাঁদ তারার আকাশে পা রাখল। চাঁদ তারারা ঘিরে ধরল। ঘুমপরী বলল, আমি একটি ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছি। তোমরা আমাকে যেতে দাও। আমার ভালো কাজে তোমরাও শামিল হও। চাঁদ তারারা সরে গেল।
ঘুমপরী উড়তে উড়তে সুন্দর আকাশে পৌঁছল। বিশাল আকৃতির একটি দরজা খুলে গেল। অপূর্ব সুবাসে ঘুমপরীর মন মেতে উঠল। রঙবেরঙের ফুল, পাখি, গাছ, লতা-পাতা ঘুমপরীকে স্বাগত জানাল। ঘুমপরী মিষ্টি হাসি বিনিময় করে এগোতে থাকল। কত মাস, কত বছর, কত যুগ যেন পেরিয়ে যাচ্ছে। ঘুমপরীকে দ্রুত ফিরতে হবে। জীবন্ত কেউ বেশিক্ষণ এখানে থাকতে পারে না। তার আগে সুরকন্যাকে খুঁজে বের করতে হবে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা