২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
চী ন দে শে র রূ প ক থা

নয় মাথাওয়ালা বাজপাখি

-

(গত দিনের পর)

রাখাল ছেলের এমন বীরত্ব দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাজকন্যা। বলে, সাবাস যুবক, সাব্বাস! এমন ভয়ঙ্কর পাখিটাকে তুমি এত সহজেই শেষ করে দিলে? কী করে তুমি এই অন্ধ কূপের ভিতর নামলে?
রাখাল ছেলেটি বলে, মনে দৃঢ় সংকল্প থাকলে কোনো কিছুই অসাধ্য নয়। বিপদ বুঝি কেটে গেছে আমাদের। এবার চলো, তোমাকে নিয়ে ফিরে যাই এই গহিন অন্ধ কূপ থেকে। তোমার বাবা-মা ভীষণ চিন্তিত।
রাজকন্যা অনেক ধন্যবাদ জানায় রাখাল ছেলেটিকে। বলে, তুমি না এলে সারা জীবন এই অন্ধ কূপের ভিতরেই কেটে যেত আমার জীবন। এমন এক ভয়ঙ্কর পাখিকে সারাজীবন সেবা শুশ্রƒষা করে কাটিয়ে দিতে হতো এই জীবন। ভাগ্যিস, তোমার মতো এক সাহসী তরুণ এসেছে আমাকে উদ্ধার করতে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement