২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
মৌলিক রূপকথা

ঘুমপরীর ইতিকথা

-

দুই.
পরীরাণী উদ্বিগ্ন হয়ে গেলেন! ঘুমপরীকে জিজ্ঞেস করলেন, হে ঘুমপরী, কী হয়েছে তোমার? মন খারাপ কেন? ঘুমপরী বলল, হে প্রিয় রাণী, আমি একটি মেয়েকে ঘুম পাড়াতে ব্যর্থ হয়েছি। মেয়েটি কাঁদছিল আর আকাশের দিকে তাকিয়ে ছিল। পরীরাণী একটি কণ্ঠহার ঘুমপরীকে দিয়ে বললেন, এটি তোমায় সাহায্য করবে। তোমার গলার স্বর আগের চেয়েও মিষ্টি হয়ে যাবে।
ঝলমলে চাঁদ উঠল। ঘুমপরী গান গাইতে শুরু করল। শিশুরা ঘুমিয়ে পড়ল। কিন্তু ছোট্ট মেয়েটি ঘুমাল না। ঘুমপরী ঘরের ভেতর প্রবেশ করল। ছোট্ট মেয়েটি চমকে উঠল! ঘুমপরী বলল, ভয় পেয়ো না। আমি পরী। হে ছোট্ট মেয়ে, তুমি কাঁদছ কেন? তোমার মনে কিসের এত দুঃখ? মেয়েটি চুপ করে রইল। ঘুমপরী আবার প্রশ্ন করল, হে ছোট্ট মেয়ে, তোমার নাম কী? কেন তুমি আকাশের দিকে তাকিয়ে থাকো? মেয়েটি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার নাম টুনটুনি। মায়ের নাম সুরকন্যা। আমার মা পৃথিবী থেকে চলে গেছেন। মা ছাড়া আমার কেউ নেই। মা সবসময় বলতেন, মানুষ মরে গেলে আকাশের তারা হয়ে যায়। (চলবে)

 


আরো সংবাদ



premium cement

সকল