২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা অজানা

পার্বত্য ছাগল

-

ছোট্ট বন্ধুরা,
পার্বত্য ছাগল শুধু শক্তিশালীই নয়, সাহসীও বটে। এমনকি এরা শিকারজীবী প্রাণী নেকড়ে, ভালুক, লিংক্স (বনবিড়ালবিশেষ), উলভারিন, কগার প্রভৃতির বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্য রাখে। এসব শিকারি প্রাণীকে ঘায়েল করেই এটি নিজেকে রক্ষা করে এবং বাচ্চাদের বাঁচায়।
পার্বত্য ছাগল কী খায়? মাস, ভেষজ, এরকা (হোগলা), ফার্ন, শেওলা, লিচান, গাছের কচি ডাল ও গুল্মপাতা। পার্বত্য ছাগল বেশ বড় প্রাণী। এর ওজন ৪৫ থেকে ১৩৬ কেজি পর্যন্ত হয়। এ প্রাণীর গায়ে আছে ঘন পশম। এ জন্য কঠিন শীতেও এটি টিকে থাকতে পারে। বাঁচে ১২ থেকে ১৫ বছর।

 


আরো সংবাদ



premium cement