২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
চী ন দে শে র রূ প ক থা

নয় মাথাওয়ালা বাজপাখি

-

(গত দিনের পর)
পাখির এক পাশে বিষণœ মনে আঁড়ার সাথে হেলান দিয়ে বসে আছে রাজকন্যা। তবে রাজকন্যা ঘুমিয়ে নয়, সে জেগে আছে।
চোখে চোখ পড়তেই রাজকন্যা ঠোঁটে আঙ্গুল ছোঁয়ায়। অর্থাৎ সে বুঝিয়ে দিলো, সাবধান! কোনো শব্দ করো না হে যুবক! পাখিটি জেগে উঠলে সর্বনাশ হয়ে যাবে। এক ঠোকরে গিলে ফেলবে তোমায়।
কিন্তু রাখাল ছেলেটি তো ভয় পাওয়ার জন্য এই পাতালপুরীতে আসেনি। সে চুপি চুপি আরো কাছে এগিয়ে যায় রাজকন্যার। তারপর তার হাতের তলোয়ার দিয়ে এক কোপে কেটে ফেলে সে বাজপাখির কল্লাটা। বিশাল পাখিটি ছটফট করে ডানা ঝাপটাতে ঝাপটাতে অবশেষে মরে যায়। হাফ ছেড়ে বাঁচে দুই মানব সন্তান। এত সহজেই যে পাখিটাকে শেষ করা যাবে, সেটি কেউ ভাবতেও পারেনি। (চলবে)


আরো সংবাদ



premium cement