২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
চী ন দে শে র রূ প ক থা

নয় মাথাওয়ালা বাজপাখি

-

(গত দিনের পর)

কিন্তু অচিন যুবকের মনে যে কী ছিল, তরুণ রাখাল কি তা জানে না? অনুমানও করতে পারেনি কখনো। হায়রে কপাল! হায়রে মানুষের কর্ম!
অচেনা যুবকের সাহায্য নিয়ে অন্ধ কূপের ভিতরে চলে যায় রাখাল ছেলেটি। ভিতরে গিয়েই সে অবাক হয়। কূপের ভিতরটা ভীষণ অন্ধকার। কূপের তলায় আরেকটি সুরঙ্গ পথ। সেটি চলে গেছে আরো গভীরে, আরো দূরে। রাখাল ছেলেটি সুরঙ্গের পথ ধরে সামনে এগুতে থাকে। এ যেন এক পাতালপুরী। যেন আরেক রাজ্য।
সুরঙ্গ পথে কিছু দূর গিয়ে দেখে সুপ্রশস্ত একটি কক্ষ। কিছুটা আলো-অন্ধকার। তবে সবকিছু দেখা যায়। ভিতরে কাঠের আড়ায় আরাম করে বসে আছে বাজপাখিটি। অন্যদিকে মুখ করে। তার আঠারোটি চোখ সব বুজে আছে। খুব সম্ভব ঘুমিয়ে আছে পাখিটি। (চলবে)

 


আরো সংবাদ



premium cement