সেনাপুত্র কাহিনী
- মূল: ফ্লোরা অ্যানি স্টিল, ভাবানুবাদ: মৃত্যুঞ্জয় রায়
- ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০৫
বাইশ.
রাক্ষস খুব কম সময়ই পেল তার রূপ বদলানোর। যা হোক শেষে সে একটা গোলাপ ফুলে রূপান্তরিত করতে পারল নিজেকে এবং টুপ করে রাজার কোলের উপর গিয়ে পড়ল। রাজা তখন রাজপ্রাসাদে এক প্রমোদকক্ষে নাচ দেখছিল, গান শুনছিল।
স্যার বাজ এবার নিজেকে একজন সঙ্গীত শিল্পীরূপে বদলে ফেলল। ধীরে ধীরে সে সেই ঘরে প্রবেশ করে এক গীটার বাদকের পিছনে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণ পর সেই গীটার বাদককে সে বলল, ‘ভাই, তুমি তো অনেকক্ষণ ধরে গীটার বাজাচ্ছ। নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছ। ওটা এবার আমার কাছে দাও, আমি একটু বাজাই।’
গীটার নিয়েই স্যার বাজ অপূর্ব সুর তুলল এবং মিষ্টি সুরেলা কণ্ঠে গান ধরল। সবাই সে গানে বিমোহিত হয়ে গেল। রাজা তার গান শুনে খুবই খুশি হয়ে বলল, ‘আমি তোমার গান শুনে খুবই আনন্দ পেয়েছি। আমি অবশ্যই তোমাকে এজন্য পুরস্কার দেব। তুমি বলো কী চাও আমার কাছে? যা চাইবে সেটি আমি তোমাকে দেবো।’
স্যার বাজ তখন রাজাকে বলল, ‘আমি শুধু আপনার কোলের ওই গোলাপ ফুলটা চাই।’ (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা