ফুলের নাম ডুলিচাঁপা
- মো: আবদুস সালিম
- ২২ জানুয়ারি ২০২৪, ০০:০৫
বলছি ডুলিচাঁপা ফুলের কথা। এ ফুলকে দুলিচাঁপাও বলা হয়; অনেক স্থানে নাগ চম্পকও বলা হয়ে থাকে।
ডুলিচাঁপা ফুলের আকার বেশ বড়। বাইরের অংশ পাপড়িতে ঢাকা থাকে। ফুল যখন ফোটে তখন ৯টি পাপড়ি শোভা পায়। পাপড়ি নরম। এ ফুলের রঙ সাদা। ফুল বড় হওয়ার সাথে সাথে পাপড়িগুলোও ঝরে পড়তে থাকে। তবে এ ফুলের আরেকটি গুণ হলো এটি বেশ সুগন্ধময়। এ কারণে অনেক বাসার বাগানে ডুলিচাঁপা ফুল গাছ রোপণ করা হয় । এ গাছে ফুল ফোটে বসন্ত ও গ্রীষ্মে।
এ গাছে ফলও ধরে। ফল বেশ বড়। এর বীজ হয় লাল। ফলে বীজ থাকে ১ থেকে ২টি। এর রঙ কমলা। আকৃতি প্রায় তিনকোনা। তবে অনেক সময় গোলাকারও হয়। ফল ধরে জুনের দিকে। বীজের ভেতরে তৈলাক্ত পদার্থ থাকে। এ গাছ ১২ থেকে ১৫ মিটার উঁচু হয়। পাতা থাকে ডালের বিপরীত বা উল্টো দিকে। এটি চিরসবুজ গাছ। পাতা বেশ বড়, ২০ থেকে ৩৫ সেন্টিমিটার লম্বা। দেখতে গাঢ় সবুজ। বোঁটার দিক সরু বা চিকন।
এর ফুল ফোটে কা-ের সবচেয়ে উপরে। গাছের বংশবিস্তার ঘটে বীজ দ্বারা। উষ্ণ ও অর্ধ-উষ্ণ অঞ্চলের বনাঞ্চলে এটি ভালো জন্মে। মালয়েশিয়া, জাপান, ভারত, ব্রাজিল, আমেরিকা প্রভৃতি দেশে এটি ভালো জন্মে। এমনকি বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের বনভূমিতেও এ গাছ ভালো জন্মে। এ ফুলকে দুলিচাঁপাও বলা হয়। এর ইংরেজি নাম ওয়াইল্ড ম্যাগনোলিয়া (ডরষফ সধমহড়ষরধ). বৈজ্ঞানিক নাম ম্যাগনোলিয়া পিটিরোকারপা (গধমহড়ষরধ ঢ়ঃবৎড়পধৎঢ়ধ)। এ ফুলকে অনেক স্থানে নাগ চম্পকও বলা হয়ে থাকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা