২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
পাঞ্জাবের রূপকথা

সেনাপুত্র কাহিনী

-

একুশ.
সারা আলমারি ঠাসা মানুষের মাথার খুলি আর হাড়গোড় দিয়ে। সবই খুব পরিচ্ছন্নভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। সে দ্রুত এই দৃশ্য দেখে রাজকুমারীর কাছে ফিরে এলো, বলল, ‘রাজকুমারী, আমরা এক মস্ত বড় ভুল করে ফেলেছি। আমরা যার সাথে এসেছি, মনে হয় সে আসলে কোনো ব্রাহ্মণ না, কোনো রাক্ষস!’ এমন সময় তারা দরজা খোলার শব্দ পেল।
রাজকুমারী ছিল খুব বুদ্ধিমতি। সে দ্রুত স্যার বাজের সেই চুলগাছিকে চুলার আগুনে পুড়িয়ে দিলো। ঠিক একই সময়ে সেখানে বুম বুম শব্দ হলো। ওরা বুঝতে পারল যে স্যার বাজ আসছে। রাক্ষস তার ধারাল দাঁত আর হিং¯্র চেহারা নিয়ে ওদের সামনে আসার আগে সেও বুঝতে পারল যে তার শত্রু আসছে। তাই সে জাদুবলে প্রবল বৃষ্টি নামাল যাতে স্যার বাজ আকাশ থেকে নামতে না পারে। স্যার বাজও এমন জোরে হাওয়া দিলো যেসব মেঘ আর বৃষ্টি এক নিমেষে উড়ে গেল। বিপদ দেখে রাক্ষস নিজেকে একটা ঘু ঘু পাখিতে রূপান্তরিত করল। কিন্তু স্যার বাজ তা বুঝতে পেরে চিল হয়ে তাকে ধাওয়া করে প্রায় ধরে ফেলল। (চলবে)


আরো সংবাদ



premium cement

সকল