রো পৃথিবীর সবচেয়ে ছোট নদী
- ২১ জানুয়ারি ২০২৪, ০০:৩৬
ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো নীল নদ, মিসিসিপি, গঙ্গা, যমুনা, ইরাবতী প্রভৃতি বড় নদীর নাম শুনে থাকবে। বলতে পারো, পৃথিবীর সবচেয়ে ছোট নদীর নাম কী? একসময় ডি নদীকে পৃথিবীর সবচেয়ে ছোট নদী বলা হতো। ক্ষুদ্র এ নদীর অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে। নদীটি ডেভিল্স হ্রদ থেকে বের হয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে। ডি রিভারের দৈর্ঘ্য কত জানো? মাত্র ৪৪০ ফুট।
১৯৮৯ সালে ডি নদী এর ক্ষুদতম নদীর সত্তা হারায়। কারণ মানুষ তখন রো নদীর সন্ধান পেয়েছে। নদীটির দৈর্ঘ্য মাত্র ২০১ ফুট। এ নদীর অবস্থানও মার্কিন যুক্তরাষ্ট্রে, মন্টানা অঙ্গরাজ্যে। নদীটি জায়ান্ট ¯িপ্রং থেকে বের হয়ে মিসৌরি নদীতে পড়েছে।
-ইমরুল হাসান
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা