নয় মাথাওয়ালা বাজপাখি
- ভাবানুবাদ : শেখ আবদুল্লাহ নূর
- ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
রাজ্যময় ছড়িয়ে পড়ল রাজার এই ঘোষণা।
সেই রাখাল ছেলে, যে কিনা দেখেছে রাজকন্যাকে উড়িয়ে নিয়ে যেতে। সে দেখেছে- ৯ মাথাওয়ালা বাজপাখিটি রাজকন্যাকে নিয়ে গেছে ওই দূর পশ্চিমের পাহাড় কোলে। রাজকন্যা কি এখনো বেঁচে আছে? নিশ্চয়ই বেঁচে আছে সে। আমিই যাবো তাকে উদ্ধার করতে। যে করেই হোক বাজপাখির কবল থেকে উদ্ধার করে আনবো রাজকন্যাকে। তাকে পাবার আশায় নয়, তার জীবন বাঁচানোর জন্যই আমি তাকে উদ্ধার করব। পরিশেষে যা-ই ঘটুক আমার জীবনে। দৃঢ়প্রতিজ্ঞা এই তরুণ রাখাল ছেলের বাড়ি থেকে ধারাল এক তরবারি নিলো সে। তারপর নিলো একগাছি লম্বা রশি, যা কিনা তার কাজে লাগতে পারে বলে মনে হলো তার। এবার সে ছুটে চললো ওই পাহাড়ের দিকে। বাজপাখিকে হত্যা করবে সে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা