২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

পাখির রাজা ঈগল

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয় বিভিন্ন পাখি চেনো? হয়তো তোমরা ঈগল পাখিও চিনে থাকবে। পাখিদের মধ্যে এটি সম্ভবত সবচেয়ে সাহসী ও শক্তিশালী। তাই এ পাখিকে বলে পাখির রাজা।
এটি শিকারি পাখি এবং আকারে বেশ বড়। ঈগলের গায়ে ভয়ানক শক্তি। এমনকি, এ পাখি ওপর থেকে ছোঁ মেরে ভেড়ার পাল থেকে একটি ভেড়াকে নখে বিঁধিয়ে তুলে নিয়ে যেতে পারে।
ঈগল খায় কী? সবকিছুই খায়। এটি সর্বভুক। বাগে পেলে যেকোনো জানোয়ারই খায়।
ঈগলের বিভিন্ন প্রজাতি আছে। সবচেয়ে বড় জাতের ঈগল হচ্ছে সামুদ্রিক ঈগল। এর ডানার বিস্তার ১০ থেকে ১২ ফুট। সামুদ্রিক ঈগলের প্রধান খাদ্য কী? মাছ। ঈগল কোথায় পাওয়া যায়? সারা বিশ্বেই ঈগল দেখা যায়।
-ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement

সকল