বনসাই
- ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০৫
ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই বনসাই শব্দের সাথে পরিচিত। হয়তো তোমরা জানো বনসাই বলতে বোঝায় একধরনের শোভাবর্ধক উদ্ভিদ বা গাছ, যা স্বাভাবিক প্রক্রিয়ায় বেড়ে উঠতে পারে না। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রজাতির বৃক্ষকে ক্ষুদ্রতর আকারের মধ্যে রেখে টবে পালন করা হয়। এ প্রক্রিয়ায় গাছ তেমন বড় হয় না; বড় হতে বাধা দেয়া হয়। অনেকের মতে, গাছের প্রতি অত্যাচার করা আর কী! বট, অশ্বত্থ প্রভৃতি গাছের বনসাই করা হয়।
বনসাই প্রথম উদ্ভব ও প্রচলিত হয় কোন দেশে? চীনে। বিকশিত হয় কোন দেশে? জাপানে। চীনারা বনসাইকে বলে পুংসাই। ইংরেজি, বাংলা বা অন্য ভাষায় বনসাই। কঠিন শব্দগুলো বড়দের কাছ থেকে বুঝে নিতে চেষ্টা করবে। এবার ছবি দেখো।
-ইমরুল হাসান
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা