সেনাপুত্র কাহিনী
- মূল: ফ্লোরা অ্যানি স্টিল, ভাবানুবাদ: মৃত্যুঞ্জয় রায়
- ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০৫
ষোলো.
তার লম্বা দাড়ি মাটিতে লুটিয়ে পড়েছে। সেনাপতিকে দেখে স্যার বাজ বলে উঠল, ‘কি চাই তোমার এখানে?
সে বলল, ‘আমাদের রাজকুমারীকে পাওয়া যাচ্ছে না। আমি তাকে খুঁজতে বেরিয়েছি। আমি তাকে পেতে চাই।’
বাজ চেঁচিয়ে উঠল, ‘ভাগো এখান থেকে। তোমার কি ধারণা যে, রাজকুমারী এই বাগানে আছে? যাবে তুমি?’ রেগে দ্রুত সে তার লম্বা দাড়ি দিয়ে সেনাপতিকে পেঁচিয়ে ছুড়ে ফেলে দিলো দূরে। সেনাপতি মাটি থেকে উঠে তার ঘোড়ায় চড়ে ফিরে এলো প্রাসাদে। ফিরে এসে রাজাকে সব ঘটনা খুলে বলতে শুরু করল, বলল, ‘মহারাজা, নগরীর বাইরে একটা উদ্যান আছে। সে উদ্যানের গেটে এক আজব গাছ দাঁড়িয়ে আছে। সে গাছ মানুষের মতো কথা বলে। আমি নিশ্চিত যে সেই উদ্যানে রাজকুমারী আছে।’
এ কথা শুনে রাজা তার লোকজনকে হুকুম দিলো সেখান থেকে রাজকুমারীকে নিয়ে আসার জন্য। ঘোড়া ছুটিয়ে লোকজন ছুটল সে উদ্যানের দিকে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা