সেনাপুত্র কাহিনী
- মূল: ফ্লোরা অ্যানি স্টিল, ভাবানুবাদ: মৃত্যুঞ্জয় রায়
- ১৩ জানুয়ারি ২০২৪, ০১:০২
পনেরো.
কিন্তু আমি যদি তাকে এই কাঁচা ঘুমে জাগাই তাহলে নিশ্চয়ই সে আমার ওপর বিরক্ত হবে, সে নিশ্চিত যে সেনাপুত্র তার সাথে এই মুহূর্তে মোটেই ফিরতে চাইবে না।’ বাজ পড়ে গেল মহা ফাঁপড়ে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তাদের ঘুম না ভাঙিয়ে পুরো বিছানাটাকেই তার দু’হাতের তালুর উপরে রাখল আর বড় জানালা খুলে সেই বিছানাশুদ্ধ সেনাপুত্র ও রাজকুমারীকে উড়িয়ে নিয়ে চলল। প্রাসাদের বাইরে সে একটা সুন্দর বড় উদ্যানে গিয়ে নামল ওদের নিয়ে। একটা বড় গাছের ছায়ায় ওদের বিছনাটা রেখে দিল। পাশের আর একটা বড় গাছ তুলে ওদের বিছানাটাকে সে গাছের শেকড় দিয়ে আড়াল করে দিলো। নিজে রইল ওদের পাহারায়। ওরা কিছুই বুঝল না। দুজনেই ঘুমে অচেতন।
ওদিকে সকালবেলা রাজকুমারীকে ঘরে না পেয়ে রাজ্য জুড়ে হৈ চৈ পড়ে গেল। চারদিক সেনারা বেরিয়ে পড়ল রাজকুমারীর খোঁজে। খুঁজতে খুঁজতে সেনাপতি এলো সেই উদ্যানে। তার ছিল একটা চোখ। সে দেখে বুড়ো মানুষের মতো মস্ত একটা গাছ উদ্যানের গেট বন্ধ করে দাঁড়িয়ে আছে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা