২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

একটি গ্রামে একটি জাতি

-

জানো, ‘খিনালুগ’ আজারবাইজানের একটি গ্রামের নাম । এ গ্রামের অপর নাম জিনালিক। বৃহত্তর ককেশাস পর্বতমালায় এর অবস্থান। এটি আজারবাইজানের সবচেয়ে উঁচু গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় দুই হাজার ৫০০ মিটার। এ পার্বত্য গ্রামে একটি ক্ষুদ্র জাতি বাস করে। জাতিটির নামও খিনালুগ । তার মানে খিনালুগ গ্রামে খিনালুগ জাতি বাস করে। এ গ্রামের সবাই খিনালুগ নৃতাত্ত্বিক গোষ্ঠীর, কয়েকজন নারী বাদে।
খিনালুগ জনসংখ্যা প্রায় ২ হাজার ২৩৩। খিনালুগরা কথা বলে খিনালুগ ভাষায়। এটি উত্তরপূর্ব ককেশিয়ান ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। কিছু আজারবাইজানি ভাষায়ও কথা বলতে পারে। খিনালুগরা ঘর তৈরি করে পাথর দিয়ে। এগুলোর ছাদ ঐতিহ্যবাহী চ্যাপ্টা মাটি-কাঠের। এগুলো থেকে নিচে নামা বা রাস্তার সাথে সংযোগের জন্য কাঠের মই ব্যবহার করা হয়।
খিনালুগরা ইসলাম ধর্মের অনুসারী; সুন্নি মুসলমান। এদের গ্রামের জীবনে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খিনালুগ গ্রাম বিশ্বের প্রাচীন জনবসতিগুলোর একটি। প্রায় পাঁচ হাজার বছর আগেও এখানে জনবসতি ছিল। ৩ শতকের আগে এখানকার মানুষ জরোথস্ত্রবাদে বিশ্বাসী ছিল। এরপর এরা খ্রিষ্টধর্ম গ্রহণ করে। ৭ শতকে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়।
সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উচ্চে আবাসভূমির কারণে খিলানুগরা আক্রমণকারী ও দখলদারিত্বের বিরুদ্ধে টিকে আছে। এখানকার অনেক জায়গা বা স্থাপনা এখনো রয়েছে অক্ষত। এগুলো জরোথস্ত্রবাদের পবিত্র স্থান হিসেবে বিবেচিত। এখানকার অন্যান্য ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ১২ ও ১৫ শতকের মসজিদ, প্রাচীন সমাধিস্থল। এ ছাড়া রয়েছে প্রাচীন মানুষের গুহা।
খিনালুগ গ্রামের রয়েছে সুন্দর ভূ-দৃশ্য এবং তুলনামূলক নির্জনতা। তাই এটি পরিব্রাজক ও রোমাঞ্চসন্ধানী পর্যটকদের একটি বিশেষ গন্তব্যস্থল।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামের আইনজীবী হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন চলছে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি ড. ফরহাদের চৌগাছায় অস্ত্র ও গুলিসহ আটক ১ ইসকনের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের সাইফুল হত্যাকাণ্ডে ইসকনের শোক, দায় নেবে না বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের র‍্যাবের সাবেক ২ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় আলগামনচালক নিহত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মমতা ব্যানার্জি, প্রিয়াঙ্কা গান্ধী ‘যুদ্ধবিরতি ইসরাইলের জন্য কৌশলগত পরাজয়’ ডেসটিনির রফিকুল আমীনসহ ১৯ জনের মামলার রায় ১৫ জানুয়ারি

সকল