সেনাপুত্র কাহিনী
- মূল: ফ্লোরা অ্যানি স্টিল, ভাবানুবাদ: মৃত্যুঞ্জয় রায়
- ১০ জানুয়ারি ২০২৪, ০০:০৫
চৌদ্দ.
বাজ দাঁড়িয়ে রইল দরোজায় পাহারা দেয়ার জন্য।
একটা শব্দ পেয়ে রাজকুমারী পুষ্পর ঘুম ভেঙে গেল। উঠে তার বিছানার কাছে এক সুদর্শন তরুণকে দেখে সে প্রথমে ঘাবড়ে গেল। কিন্তু সেনাপুত্রের বিনয় ও পাগল করা হসিমুখ দেখে তার সে ভয় কেটে গেল। রাজকুমারী সেনাপুত্রকে দেখে মুগ্ধ হয়ে গেল। সেনাপুত্র বলল, ‘রাজকুমারী, দয়া করে কাউকে ডেকো না। তুমি অনুমতি দিলে আমি তোমার সাথে বসে কিছু সময় গল্প করতে চাই। তুমি বিরক্ত হলে অবশ্যই আমি এক্ষুণি চলে যাব।’
রাজকুমারী সেনাপুত্রের বিনয় দেখে অভিভূত হয়ে গেল। তারা সত্যি সত্যি দুজন গল্পে মেতে উঠল। তাদের গল্প যেন ফুরোয় না। গল্প করতে করতে অবশেষে ভোর হয়ে এল এবং তারা দুজনেই একই বিছানায় ঘুমিয়ে পড়ল।
ওদিকে সেনাপুত্রের বিশ্বাসী চাকর বাজ বাইরে দরোজার কাছে বসে আছে। সে চিন্তায় পড়ে গেল, ‘কী করি? কেউ যদি এখন রাজকুমারীর ঘরে ঢুকে সেনাপুত্রকে এভাবে ঘুমুতে দেখে তাহলে নির্ঘাৎ তাকে মেরে ফেলবে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা