আগ্নেয়গিরি
- ১০ জানুয়ারি ২০২৪, ০০:০৫
ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো আগ্নেয়গিরি সম্পর্কে জানো। এর অপর নাম অগ্নিগিরি।
অনেক পাহাড়ের চূড়া বা শৃঙ্গে গহ্বর থাকে। আর এ গহ্বর দিয়ে জ্বলন্ত পাথর ও ধাতু বেরিয়ে আসে গলিত অবস্থায়। তোমরা কারখানার চিমনি দিয়ে ধোঁয়া বেরিয়ে যেতে হয়তো দেখে থাকবে। চিমনি দিয়ে ধোঁয়া বেরোনোর মতো পাহাড়ের চূড়ার গহ্বর দিয়ে ছাই, ধোঁয়া, গলিত পাথর, ধাতু ইত্যাদি ফোয়ারার মতো ছড়িয়ে পড়ে চার দিকে। এ ধরনের পাহাড়ের চূড়াকে বলে আগ্নেয়গিরি । বিশ্বের বিখ্যাত আগ্নেয়গিরিগুলো হচ্ছে- এটনা, ভিসুভিয়াস, হেকলা, মৌনা লোয়া, ফুজিয়ামা, স্ট্রম্বলি, সারিবেক, কোটোপ্যাক্সি ও এরেবাস। আগ্নেয়গিরির ইংরেজি ঠড়ষপধহড়. এবার ছবি দেখো।
- ইমরুল হাসান
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা