২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
পাঞ্জাবের রূপকথা

সেনাপুত্র কাহিনী

-

তেরো.

এখন সে সেনাপুত্রের চেয়ে প্রায় দশগুণ বড়। ওরা দুজন রাজপ্রাসাদে যাওয়া ঠিক করল। যে করেই হোক রাজকুমারীর সাথে সেনাপুত্রের দেখা করতে হবে। সেনাপুত্র এবার বলল, ‘বাজ, এখন তো তোমাকে আর আমি বইতে পারব না। তুমি এখন অনেক বড় হয়েছ, আর তেমনি ভারী হয়েছ। এখন তোমারই উচিৎ আমাকে বয়ে নিয়ে যাওয়া।’
বুড়ো বাজ বলল, ‘তথাস্তু মালিক। আপনি যা বলবেন তাই করব।’ এই বলে বুড়ো তার হাতটা মাটিতে বিছিয়ে দিয়ে সেনাপুত্রকে বলল, ‘নিন, মালিক, এই হাতের উপর আপনি উঠে বসুন।’
সেনাপুত্র রাজের হাতে উঠে বসতেই বুড়ো বাজ মুখে বলল, বুম ব্যাং বুম। অমনি তাকে নিয়ে সে উড়ে নিয়ে চলল রাজপ্রাসাদের দিকে। কোনো প্রহরীই তাদের আটকাতে পারল না। এক নিমেষেই তারা পৌঁছে গেল রাজপ্রাসাদে। তখন রাত। রাজপ্রাসাদে রাজকুমারী পুষ্প তখন ঘুমিয়ে আছে। বাজ সেনাপুত্রকে নিয়ে নামল রাজপ্রাসাদের ছাদে। তারপর সেনাপুত্র ধীরে ধীরে রাজকুমারীর ঘরে প্রবেশ করল। (চলবে)


আরো সংবাদ



premium cement