২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

জোনাকির আলো জ¦লে আর নেভে

-

ছোট্ট বন্ধুরা,
তোমাদের হয়তো জানা আছে, জোনাকির এক ধরনের আলো আছে। এই আলো রাতের অন্ধকারে জ্বলে আর নেভে। গ্রামের বন্ধুরা হয়তো লক্ষ করে থাকবে, বাতাসের ধাক্কায় রাতের অন্ধকারে জোনাকিরা যখন ওঠানামা করে তখন এদের আলো অপূর্ব পরিবেশের সৃষ্টি করে। এই জ্বলছে, এই নিভছে- ভারি সুন্দর, তাই না?
জোনাকি কি আগুনের মতো জ্বলে? না। এদের আলোয় তাপ নেই, নেই শিখা। আর জিনিসটা আগুনও নয়। তবে কী? জোনাকির শরীরে লুসিফেরিন নামে একটি রাসায়নিক জৈব পদার্থ তৈরি হয়। এ পদার্থ এ পোকার শ্বাসের অম্লজানের (অক্সিজেন) সংস্পর্শে এসে জ্বলে ওঠে ঝিকমিক করে। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নিতে চেষ্টা করবে, কেমন? -ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement