২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বেগুনি কোকিল কী

-

বলছি বেগুনি কোকিলের কথা। এটি কোকিল প্রজাতির পাখি। এদের গায়ের বেশিভাগ রঙ বেগুনি। এ পাখি বেশি দেখা যায় চিরসবুজ বনে। এদের পাওয়া যায় চীন, ভারত, ভুটান, এমনকি বাংলাদেশেও।
বেগুনি কোকিল লম্বায় প্রায় ১৮ সেন্টিমিটার। তবে ছেলে ও মেয়ে পাখির গায়ের রঙ একই রকম নয়। ছেলের মাথা-গলা-ঘাড়-থুতনি-পিঠ ও বুকের ওপরের পালকগুলো উজ্জ্বল বেগুনি রঙের। পেটের নিচের অংশ সাদাটে। বুক ও পেটের ওপরে দেখা যায় বেগুনি-বাদামি ডোরা দাগ। লেজ কালো ও এর আগা সাদা। লেজের বাইরের পালকের শেষের দিকটা সাদা ডোরা রঙের। মেয়ে পাখির দেহের ওপরের পালকগুলো অনেকটাই বাদামি রঙের। দেহের নিচের দিক সাদা। তাতে প্রচুরসংখ্যক বাদামি ডোরা দাগ দেখতে পাওয়া যায়। লেজ সবুজ হলেও এর আগা সাদা। টকটকে লাল রিংয়ের মতো গোল দাগ রয়েছে চোখের চারপাশে। ছেলে পাখির ঠোঁট উজ্জ্বল কমলা হলেও মেয়ে পাখিটার হালকা হলুদ। পুরো পা কালচে। অপ্রাপ্তবয়স্ক সব বেগুনি কোকিলকে দেখতে মা বেগুনি কোকিলের মতোই লাগে।
ডিম পাড়ার সময় হলে এ পাখি উচ্চস্বরে ডাকতে থাকে। ডিম দেয় মে-জুন মাসে। অন্যান্য কোকিলের মতো এরাও বাসা বানায় না। মেয়ে পাখি চুপিসারে অন্য পাখির বাসায় গিয়ে ডিম পাড়ে। সাদা রঙের ডিমের মাঝে লালচে-বাদামি মিশেল রঙও থাকে।
এ পাখির ইংরেজি নাম ারড়ষবঃ পঁপশড়ড়. বেগুনি কোকিলরা কিউকালিডি (ঈঁপঁষরফধব) পরিবারের পাখি। এরা ক্রিসোকোসিক্স জানথোরিনচাস (ঈযৎুংড়পড়পপুী ীধহঃযড়ৎযুহপযঁং) প্রজাতির অনিন্দ্যসুন্দর পাখি।


আরো সংবাদ



premium cement