সেনাপুত্র কাহিনী
- মূল: ফ্লোরা অ্যানি স্টিল, ভাবানুবাদ: মৃত্যুঞ্জয় রায়
- ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০৫
বারো.
গোলাপের পাঁপড়ির কোমলতা তার সারা দেহে ছড়িয়ে আছে। কিন্তু তার ওজন মাত্র পাঁচটা ফুলের সমান, একটুও কম বেশি না। রাস্তা দিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে সেই রাজকুমারী পুষ্প যাওয়ার সময় সেনাপুত্র তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেল। সত্যি বলতে কী, সেনাপুত্র তার প্রেমে পড়ে গেল। রাতদিন শুধু রাজকুমারী পুষ্পর চিন্তা। এমনকি তার চিন্তায় সেনাপুত্র খাবার দাবারও ছেড়ে দিলো, ঘুমও কোথায় চলে গেল। সেনাপুত্রের এ অবস্থা দেখে স্যার রাজের খুব চিন্তা হলো, বলল, ‘কি হয়েছে আপনার মালিক? আপনি সারাক্ষণ শুধু কী যেন ভাবছেন, খাবারও ছেড়ে দিলেন। মানুষরা না খেলে তো মারা যায়। আপনিও তো মারা যাবেন।’
সেনাপুত্র এবার কেঁদে ফেলল, ‘ওহ্, বাজ। আমি আর রাজকুমারী পুষ্পকে না দেখে থাকতে পারছি না। দয়া করে আমাকে তার কাছে নিয়ে চলো। আমি তাকে আমাদের বিয়ের কথা বলতে চাই।
এদিকে হয়েছে কী, ক্ষুদে বুড়োটা এখন আর ক্ষুদে নেই। দিন দিনই সে বড় হতে হতে এখন এক বড় দৈত্যে পরিণত হয়েছে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা