টুপলির সাজুগুজু
- মূল : শার্লট বি. হের, ভাবানুবাদ : শেখ আবদুল্লাহ নূর
- ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
টুপলির সেই স্বতঃস্ফূর্ত চালের কাছে সবার দেমাগ মিইয়ে যায়। টুপলির চালচলনে, কথাবার্তায় ও হাঁটা চলায় সবাই আকৃষ্ট হচ্ছে। তাকে সবাই আঁড়ে আঁড়ে দেখছে। ফিস ফিস করে একজন আরেকজনকে বলছে, কী দেমাগি মেয়েরে বাবা! দেখছো কী দামি দামি পোশাক পড়ে এসেছে। পাশের আরেকজন হয়তো বলে, বিলি বুলফ্রোগ তার বন্ধু। বুলফ্রোগই বা কম কিসের?
পার্টিতে অনেকক্ষণ ধরে কাজিন বিলি বুলফ্রোগের সাথে নাচলো টুপলি। গানও গাইলো দু’জনে গলা মিলিয়ে। টুপলির গানে সবাই পাগল। ভাওয়া ব্যাঙের গান বলে কথা! গান শুনে অনেকেই ভীষণ প্রশংসা করলো টুপলিকে। একজন তো বলেই বসলো, দু’জনকে মানাবে বেশ। এ কথা শুনে লজ্জায় যেন মরে যায় টুপলি। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা