সেনাপুত্র কাহিনী
- মূল: ফ্লোরা অ্যানি স্টিল, ভাবানুবাদ: মৃত্যুঞ্জয় রায়
- ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০৫
এগার.
কিন্তু মুঠো ভরে কয়েক মুঠো মিষ্টি খেল, হেসে বলল, ‘ধন্যবাদ বাজ।’
‘তার কোনো দরকার নেই মালিক। আমি তো আপনার সেবার জন্যই।’
সেনাপুত্র বলল, ‘যথেষ্ট হয়েছে। এবার চল, যাওয়া যাক।’
খুদে বুড়ো আবার সেই বাক্সে ঢুকে পড়ল। খাবার খেয়ে সেনাপুত্রের গায়ে এবার যথেষ্ট শক্তি এসেছে। সে বাক্সটাকে আবার মাথায় করে হেঁটে চলল সামনের দিকে। হাঁটতে হাঁটতে তারা অনেক দূর চলে এলো। তারা যতক্ষণ পর্যন্ত না একটা শহরে পৌঁছল, তারা থামল না। তারা যে শহরে পৌঁছল সেটা এক রাজার রাজধানী। এবার বাক্স নামিয়ে সেনাপুত্র একটা রাস্তার ধারে গাছের ছায়ায় বসল। বাক্স থেকে এবার খুদে বুড়োটা বেরিয়ে এলো, বলল, ‘মালিক, আর আপনাকে এই বাক্স বইতে হবে না। আমরা অনেক আগেই ৯ মাইল পথ পেরিয়ে এসেছি। আর আমিও এখন যথেষ্ট বড় হয়েছি।’
ওরা যে রাজ্যে পৌঁছেছে, সে রাজ্যের রাজার আছে একটি তরুণী মেয়ে। অসাধারণ তার রূপ। তার নাম পুষ্প। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা