বনবিড়ালের কথা
- মো: আবদুস সালিম
- ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০৫
বলছি বনবিড়ালের কথা। এটি দেখেছ কি? চিড়িয়াখানা ছাড়া অন্য কোথাও হয়তো বনবিড়াল চোখে পড়েনি তোমাদের। বনবিড়ালকে বনবিলাই, বনবিল্লু, বুনোবিড়াল ইত্যাদি নামেও ডাকা হয়। অনেকে এদেরকে জংলীবিড়াল, খাগড়াবিড়াল, জলাভূমির বিড়ালও বলে থাকে। এমনকি বাঘের বুনো মাসিও বলা হয়।
সুন্দর এ প্রাণীর সংখ্যা দ্রুত কমছে বলে অনেক দেশে এর শিকার নিষিদ্ধ করা হয়েছে। জানো, বনবিড়াল চঞ্চল স্বভাবের প্রাণী। দেখতে অনেকটাই সাধারণ বিড়ালের মতো। তবে আকারে সাধারণ বা পোষা বিড়ালের প্রায় দ্বিগুণ। এদের ওজন ৪ থেকে ১০ কেজি। লম্বা ৫০ থেকে ১০০ সেন্টিমিটার।
লেজ লম্বায় ২০ থেকে ৪০ সেন্টিমিটার। উচ্চতা ৩৫ থেকে ৪২ সেন্টিমিটার। দেহের রঙ ধূসর হলুদ। দেখতে ধূসর বাদামির মতোও লাগে। গায়ে ডোরা না থাকলেও এমন দাগ দেখতে পাওয়া যায় চার পায়ের ভেতরের অংশে। কতগুলো কালো রিংয়ের মতো দাগ রয়েছে লেজে।
এ বিড়াল বছরে সাধারণত দুইবার বাচ্চা দেয়। বাচ্চা জন্ম দেয় সেপ্টেম্বর হতে নভেম্বরে এবং ডিসেম্বর হতে এপ্রিলে। জন্ম দেয় ৪-৫টি বাচ্চা। বড় হতে সময় নেয় প্রায় ১ বছর।
এদের দেখা মেলে এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও। অনেক দেশের মানুষ বনবিড়ালকে ওয়াব, গাড়া ইত্যাদি নামেও ডাকে। এদের ইংরেজি নাম জাংগল ক্যাট (ঔঁহমষব পধঃ)। বৈজ্ঞানিক নাম ফেলিস চস (ঋবষরং পযধঁং)। আফ্রিকায়ও এদের দেখা মেলে। এদের জীবনকাল ১০ থেকে ১৩ বছর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা